GIRLS: 01308630897, BOYS: 01533291012, PRE: 01533254152 mphss08@yahoo.com
Established 1976 EIIN: 132107

Mohammadpur Preparatory School & College

"শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ"

Mrs. Dilruba Begum

Mrs. Dilruba Begum

Principal

Principal's Message

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজটি রাজধানীর মূলকেন্দ্রে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। নিবেদিতপ্রাণ কতিপয় শিক্ষানুরাগীর সমন্বয়ে গঠিত ‘বোর্ড অব ট্রাস্টিজ’- এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সুষ্ঠভাবে পরিচালিত এক আদর্শ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জাতীয়ভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে। স্বল্প সময়ের মধ্যে দুবার ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে জাতীয় পুরস্কার পেয়ে এটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত কয়েক বছর যাবৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিশু প্লে-গ্রুপ শ্রেণিতে ভর্তি হয়ে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে কর্মজীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুনাগরিকের ব্যক্তিত্ব, উদারতা, শৃঙ্খলা, সত্যনিষ্ঠা, দেশপ্রেম ও আধুনিক মন-মানসিকতা বিকশিত করে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অভিভাবক-অভিভাবিকাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের প্রতিটি বিদ্যার্থীকে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করছি।


দেশের শিক্ষাব্যবস্থায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দিয়েছে উষ্ণ আস্থা, নির্ভরতা ও সাফল্যের পরশ। স্বকীয়তা, নৈপুণ্য, সততা ও সাবলীলতার জন্য এই প্রতিষ্ঠান দেশের শিক্ষা জগতে ধ্রুবতারা রূপে প্রতিষ্ঠালাভ করেছে। প্রতিষ্ঠানের অভিজ্ঞতালব্ধ শিক্ষক-শিক্ষিকাগণের সুদক্ষ শিক্ষাদান পদ্ধতির কারণে প্রতি বছর এ প্রতিষ্ঠান পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে। বিগত ৩৭ বছর ধরেই এ প্রতিষ্ঠান সুদক্ষ, সুচারু ও সুপরিকল্পিত শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে ঈর্ষণীয় সাফল্য নিশ্চিতকরণ ও সঠিক পথ নির্দেশনার ক্ষেত্রে এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সমৃদ্ধ এ প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার্থীদের শিক্ষাদানই নয় বরং তাদের মানসিক উৎকর্ষ সাধন ও জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা বিধান, যথোপযুক্ত পাঠ্যসূচি ও সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ। অভিভাবকগণের মূল্যবান মতামত কলেজ কর্তৃপক্ষকে করেছে আরও সতর্ক, সজাগ ও সুদক্ষ। অরাজনৈতিক মনোরম পরিবেশ, উন্নতমানের ল্যাবরেটরি ও ক্লাসরুম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বর্তমান সময়ে উদ্বিগ্ন অভিভাবকদের করেছে আশ্বস্ত।


 


অধ্যক্ষ 


দিলরূবা বেগম


মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ