GIRLS: 01308630897, BOYS: 01533291012, PRE: 01533254152 mphss08@yahoo.com
Established 1976 EIIN: 132107

Mohammadpur Preparatory School & College

"শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ"

Our Journey Through Time

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ (MPSC) বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে স্বাধীনতাত্তোর সময়ে এলাকার কিছু নিবেদিতপ্রাণ অধিবাসীর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়, উদ্দেশ্য ছিল উন্নতমানের শিক্ষা প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা


প্রতিষ্ঠার ইতিহাস ও বিকাশ

প্রথমে প্লে-গ্রুপ, কেজি ও প্রথম শ্রেণি দিয়ে যাত্রা শুরু করে, পরে ধাপে ধাপে এটি একটি পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। ১৯৯৩ সালে গার্লস কলেজ শাখায় একাদশ শ্রেণি চালু করা হয়, এবং ২০০৪ সালে ছেলেদের জন্য আলাদা কলেজ শাখা খোলা হয় আসাদ অ্যাভিনিউতে।


শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ

MPSC-তে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন—উভয় মাধ্যমেই পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটি প্রভাতি ও দিবা—দুই শিফটে পরিচালিত হয়। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস।


সাফল্য ও স্বীকৃতি

MPSC দু’বার জাতীয়ভাবে “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিবছর পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। ২০১৮ ও ২০১৯ সালে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির সংগীত দল প্রথম স্থান অর্জন করে। Bangladesh.